Logo
Logo
×

বিনোদন

‘জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

‘জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন’

দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বলেছেন, ‘বাংলাদেশে যে কোন ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সব কিছু চলে, শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকিনা, অপেক্ষা করি ভাল সময়ের কখন কাজ করতে পারবো! শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা কলা গাছের ভেলার মত, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোন ব্যবস্থাই নাই।

সম্প্রতি এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লেখেন, ‘জুলাই বিপ্লবের আগে পরে তিন মাস কেটে গেল। এখনও প্রাণ ফিরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সঙ্গে অনেকদিন পরে গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই।’

তিনি এরপর লেখেন, ‘সঙ্গীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস। ভীষণ রকম ভালোবাসি- টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই- রিজভী ভাইয়ের প্রথম রসায়ন, সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে, আমারও ভাল লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন, ভালবাসা অবিরাম।’

পোস্টে একজন লিখেছেন, ‘আহ্ মনোয়ার হোসেন টুটুল ভাইয়ের সুরে আসিফ ভাইয়ের গান, শৈশবের কথা মনে পড়ে গেলো আসিফ ভাই। আসিফ আকবর, রাজীব আহমেদ, মনোয়ার হোসেন টুটুলের গান কয় নাম্বারে, ঐ গানটা আগে শুনতে হবে, অপেক্ষা করছি গানটির জন্য।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম