
প্রিন্ট: ০৫ মার্চ ২০২৫, ১১:০০ এএম
ঐশ্বরিয়া-অভিষেকের প্রেমের কারিগর করণ জোহর

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

কফি উথ করণে উপস্থাপক করণ জোহরের সঙ্গে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই/সংগৃহীত
আরও পড়ুন
বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। সাম্প্রতিক সময়ে অবশ্য এই দম্পতি নিজেদের মনোমালিন্যের কারণেই বেশি আলোচিত। যদিও এ বিষয়ে তারা এখনো মুখ খোলেননি। তবে তাদের প্রেমের গল্পও কিন্তু কম চর্চিত নয়।
একসময় সালমান-বিবেকদের সঙ্গে নাম জড়ালেও হঠাৎ ঐশ্বরিয়ার বচ্চন পরিবারের অংশ হওয়ার গল্প অনেকেরই জানা। তবে বলিউডের আরও অনেক প্রেমকাহিনীর মতো ঐশ্বরিয়া-অভিষেকের প্রণয়েও যে নির্মাতা করণ জোহরের ভূমিকা ছিল, সে কথা হয়ত অনেকেই জানতেন না।
আলোচিত টক শো ‘কফি উইথ করণ’র এক পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি খোলাসা করেছিলেন অভিষেক বচ্চন। অনুষ্ঠানে করণ ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ের এক ভাগ কৃতিত্ব দাবি করলে অভিষেক বলেন, ‘করণই আসলে আমার মাথায় এই ভাবনা (ঐশ্বরিয়াকে বিয়ে) গেঁথে দেয়। করণ সবসময় বলত, তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ মানায়। করণ, সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের ঘরে আসে একমাত্র কন্যাসন্তান আরাধ্য বচ্চন।