Logo
Logo
×

বিনোদন

যে সমস্যার সমূলে উৎখাত চান অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

যে সমস্যার সমূলে উৎখাত চান অভিনেতা

অভিনেতা রজতাভ দত্ত

গত ৯ আগস্ট ভোররাতে কলকাতার আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। সেই ঘটনায় ভারতজুড়ে তোলপাড় চলছে। 

সম্প্রতি অভাবের কারণে এক কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় পুরো বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তোলপাড়। গত মে মাসে সাসপেন্ড করা হয়েছিল সেই হেয়ার ড্রেসারকে। সাসপেনশন তুলে নিলেও কাজ পাচ্ছিলেন না তিনি। অভাবের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নেন সেই শিল্পী। 

ধর্ষণ কাণ্ডের পর আত্মহত্যার চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। মুখ খুলেছেন অনেক তারকা, পরিচালক-নির্মাতারা। 

অভিনেতা রজতাভ দত্ত বলেছেন, ‘আগে গল্পে-সাহিত্যে পড়েছিলাম গ্রামের কাউকে একঘরে করে রাখা হতো, সেরকমই আবার দেখতে পাচ্ছি। বিষয়টা অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়। এরকম ভয়ের পরিবেশ কেন থাকবে? একজন মানুষ জন্মের সঙ্গে সঙ্গে মতপ্রকাশের নিজের ইচ্ছামতো কাজ বেছে নেওয়ার অধিকার রাখে। সেই অধিকারে বাধা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়, এটা খুবই ভয়াবহ ব্যাপার।’

তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি একটা অসুখকে যদি শনাক্ত করা যায় তাহলে সেটাকে সারিয়ে ফেলাটা তুলনামূলক সহজ। হয়তো অন্য ইন্ডাস্ট্রি বা কর্মক্ষেত্রেও এগুলো রয়েছে। আমাদের ক্ষেত্রে বেশি প্রচার পায়। যেহেতু আমাদের যে কোনো জিনিসই অনেক বেশি মানুষের সামনে চলে আসে। সেটা যেভাবেই আসুক না কেন, অসুখটা যখন চিহ্নিত করা গেছে, তখন সেটাকে সমূলে উৎখাত করতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম