অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আশাবাদী সূচন্দা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা। অভিনয় জীবনে মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি ভালোও বেসেছেন মানুষকে। বর্তমান দেশ ও পরিস্থিতি নিয়ে তিনিও বেশ ভাবেন। তাই নিজের অভিমতও ব্যক্ত করেছেন এ অভিনেত্রী।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দেশে একের পর এক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সুচন্দা বলেন, ‘এতদিনের সমস্যা ও জঞ্জাল তো খুব দ্রুত পরিষ্কার করা যাবে না। আমরা যদি ভাবি এতো বছরের আবর্জনা রাতারাতি দূর করে ফেলবে, সেটা ঠিক হবে না। এমন চিন্তা করা ভুল হবে। দেশের প্রায় সব মানুষ ড. ইউনুসকে মূল্যায়ন করেন। ফলে তার প্রতি সবার চাওয়াও অনেক। কিন্তু সেই কারণে আমি মনে করি, আমরা যারা দেশকে ভালোবাসি, তারা সবাই ধৈর্য ধারণ করব। দেশের মঙ্গলের জন্য আমরা অপেক্ষা করব। আশা করি দেশের সবকিছু ঠিক হয়ে যাবে।’
সরকারের কাছে নিজের চাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি কখনো কোনো কিছুতে নিরাশ হই না। আমি বিশ্বাস করি, এই ছাত্র-আন্দোলনের মাধ্যমে আমরা ড. ইউনূসের মতো একজন বিজ্ঞ মানুষকে পেয়েছি। উনার মতো একজন গুণী ব্যক্তিত্ব যেহেতু আমাদের মাঝে আছেন, সামনের দিনগুলোতে দেশে ভালো কিছু হবে।’