Logo
Logo
×

বিনোদন

ভিডিও ভাইরাল, চিৎকার করছেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

ভিডিও ভাইরাল, চিৎকার করছেন অভিনেত্রী

মিমি বক্রবর্তী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় চিৎকার করছেন ‘তুফান’ ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করে ‘দুষ্টু কোকিল’ খ্যাতি পাওয়া এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে মা-বাবা ও তিন পোষ্যকে নিয়েই অভিনেত্রীর জগৎ। মাঝে-মধ্যেই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা ঘাঁটলেই তাদের ছবি আর ভিডিও চোখে পড়ে।

মিমির সংসারের সেই তিন পোষ্যের নাম চিকু, ম্যাক্স আর জাদু। বাড়িতে থাকলে এই তিনজনকে নিয়েই সময় কাটে নায়িকার। মিমি তার চিকু, ম্যাক্স আর জাদুর কীর্তিকলাপ মাঝে মাঝেই পোস্ট করে থাকেন।

বেশ কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে দেখা যায়, ক্ষত-বিক্ষত তার হাত! জাদুর নখের আঁচড় লেগেছিল।

এরপর ঘটল আরও এক ঘটনা। মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিত্‍কার করছেন অভিনেত্রী। আর নায়িকাকে দেখে ছুটে পালাচ্ছে তার আদরের দুই পোষ্য। কারণ নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনো লাভ নেই। তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম