Logo
Logo
×

বিনোদন

ডিভোর্সি বলে হেনস্তা করা যাবে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

ডিভোর্সি বলে হেনস্তা করা যাবে?

পান থেকে চুন খসলেই স্লেজিংয়ের শিকার হন ভারতীয় বাংলার সিনেমার অভিনেত্রী মধুমিতা সরকার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সমালোচনার জবাব দিয়েছেন এই অভিনেত্রী। মধুমিতা বলেছেন, ঠিক কোন কাজটা করা উচিত, তিনি বুঝে উঠে পারছেন না। যাই করছেন, তাতেই সমালোচনার শিকার হচ্ছেন। 

মধুমিতা বলেন, আমি এখন ইংরেজিতে কথা বলছি। যেটা দেখে লোকে বলবে, ‘দিদি বাংলায় কথা বলতে অসুবিধা হয়?’ আবার স্পষ্ট বাংলায় কথা বললে অবাঙালি বন্ধুরা অভিযোগ করবেন, তারা কিছু বুঝতেই পারছেন না। শাড়ি পরে ছবি দিলে বলবে, ‘সারা দিন ছোট পোশাক পরে এখন আবার শাড়ি পরেছে!’

মধুমিতার অভিযোগ, ‘এত কথা বলছি দেখে বলা হবে, আমি নাটক করছি। আবার ধীরে কথা বললে বলা হবে, ন্যাকামি করছি।’

মধুমিতা বলেন, ‘পুজা করলেও বলা হবে নাটক করছি। আমাদের মহিলাদের সব সময় কটাক্ষ করা হবে।’

বিধবা নারীদের প্রসঙ্গ টেনে মধুমিতা বলেন, কাল যদি আমাকে কেউ হেনস্থা করে, তাহলে লোকে বলবে, ‘আরে ও তো বিধবা, একা থাকে।’ ডিভোর্সি আর একা থাকি বলে আমাকে হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যাবে?

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম