Logo
Logo
×

বিনোদন

সালমানের পাঁজরে চোট, বন্ধ সিনেমার শুটিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৬:২২ পিএম

সালমানের পাঁজরে চোট, বন্ধ সিনেমার শুটিং

সালমান খান। ছবি: সংগৃহীত

পাঁজরে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই চোটের কারণে চিকিৎসকের শরণাপন্ন হয়ে হয়েছে তাকে। তবে এর মধ্যেও মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।  চোটের কারণে কিছু সময়ের বন্ধ হয়ে গেছে তার পরবর্তী সিনেমা ‘সিকান্দর’-এর শুটিং।

প্রিয় অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত সলমানের দ্রুত আরোগ্য কামনা করছেন। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে সালমানের নাচ দেখে ভক্তদের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কারও ভাবনায় এই সালমান ‘আহত সিংহ’।

বলিউডের শীর্ষ ধনী শাহরুখ খান

সালমানের কাজের প্রশংসা করে একজন ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আহত সিংহের গর্জন খুবই বিপজ্জনক। একটি ফ্যান পেজ থেকে লেখা হয়েছে, ‘এইমাত্র শুনেছি আমাদের প্রিয় সালমান খান ভালো নেই। এবং এই কারণে তার ছবি সিকান্দর-এর শুটিংও বন্ধ হয়ে গিয়েছে। এটা শুনে খুবই দুঃখিত।’

চোট থেকে সেরে উঠলেই শুটিংয়ে ফিরবেন সালমান। ‘সিকান্দর’ সিনেমা দিয়ে তার কামব্যাক করার কথা। সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম