বিগবসে যেতে আমিও কালোজাদুর সাহায্য নিই: কুমার শানুপুত্র
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০২:২৭ পিএম
![বিগবসে যেতে আমিও কালোজাদুর সাহায্য নিই: কুমার শানুপুত্র](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/12/image-836991-1723451251.jpg)
বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ছেলে জানকুমার শানু একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিগবসের ঘরে পৌঁছাতে তিনি নাকি অলৌকিক শক্তির পুজো করেছিলেন। সম্প্রতি পরশ ছাবরার 'আবরা কা ডাবরা' অনুষ্ঠানে এসে শানুপুত্র এ কথা বলেন। তার এ কথা শুনে চমকে উঠেন পরশ ছাবরা নিজেও।
শানুপুত্র বিগবসের ঘরে পৌঁছানোর আগে চিন্তিত ছিলেন যে, তার মায়ের দেখাশোনা কে করবে। মাকে দেখেই তার মনে হয়েছে— প্রেমজীবনে একবারই আসে। আমি আমার মায়ের মতো।
বিগবস ১৪-এর ঘরে পৌঁছানোর জন্য কালোজাদুর সাহায্য নিয়েছিলেন জানকুমার শানু। তিনি শুরু থেকেই বিগবসের ঘরে ডাক পাওয়ার জন্য উদগ্রীব ছিলেন। যখন ডাক আসছিল না, তখনই অলৌকিক শক্তির সাহায্য নেন তিনি।
শানুপুত্র বলেন, আমি একজন নারীর সঙ্গে দেখা করেছিলাম। সেই নারীর ঘরে কিছু পুতুল ও সম্মোহিত করার জন্য বানর ছিল। আর বানরগুলোর মাঝখানেই বসেছিলেন ওই নারী।
ওই নারী বললেন, ওগুলো আসলে মানুষ, বানর নয়। সত্যিই আসলে ওরা পুরুষমানুষ ছিলেন। কালোজাদুর মাধ্যমে ওদের বানর করে রাখা হয়েছিল। ওই নারী যা বলেন, ওরা তাই করে। ওই নারী আমায় বললেন, একেই বলে বশীকরণ।'
জানকুমার বলেন, 'ওই নারী আমাকে পশুবলির কথা বলেন। আমি কতগুলো ছাগল ও মুরগি বলি দিলাম, ওটার বিনিময়ে আমার একটি ইচ্ছা পূরণ হলো। আমি বিগবস ১৪র ঘরে ডাক পেলাম। তবে বিষয়টি খুবই বিরক্তিকর ছিল। কারণ টানা ১৫ দিন ধরে আমি ওই নারীর সব কথা শুনেছি। তারপরই তার ইচ্ছে পূরণ হয়।'
এদিকে পরশ ছাবরা যখন এ কথা শুনে হতবাক হোন, ঠিক তখনই জানকুমার শানু বলেন, আমি আসলেই আপনার সঙ্গে রসিকতা করছিলাম। পুরো গল্পটাই তার বানানো।
প্রসঙ্গত, বিগবস ১৪ ঘরে থাকার সময় জানকুমার শানু শেয়ার করেছিলেন যে তার মা যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা, ঠিক তখনই বাবা কুমার শানু তার মাকে ডিভোর্স দেন। তার বাবা কোনো দিনই তার জীবনের অংশ ছিলেন না। তার জন্য মা-ই প্রথম থেকে বাবা-মা। তিনি দুই ভূমিকাই পালন করেছেন। আর তাই তার মা-ই তার জন্য গোটা জগত।