অবশেষে মধুচন্দ্রিমায় গেলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। একাধিক প্রাকবিবাহ অনুষ্ঠান, বিয়ে ও বিবাহপরবর্তী অনুষ্ঠানের দীর্ঘ সূচি পেরিয়ে তারা একান্ত যাপনের জন্য বেছে নিলেন কোস্টারিকা। প্যারিস অলিম্পিক থেকে সোজা সেখানেই গেছেন দুজনে।
দ্য টিকো টাইমসের সূত্রের রিপোর্টে জানানো হয়েছে, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট গত ১ আগস্ট কোস্টারিকায় এসে পৌঁছেছেন। তারা লাক্সারি ফোর সিজন রিসোর্ট কাসা লাস ওলাসে থাকবেন। আর এ রিপোর্টের সত্যতা যাচাই করেছে হিন্দুস্তান টাইমস।
গত জুলাই মাসে সদ্যই গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। সদ্যই লন্ডনে তাদের বিবাহপরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর পরই তারা প্যারিস অলিম্পিক দেখতে হাজির হন। তবে তারা একা নন, মুকেশ আম্বানি, ইশা আম্বানি এবং আনন্দ পরিমলও গেছেন তাদের সঙ্গে। এমনকি নীতা আম্বানিও উপস্থিত ছিলেন প্যারিসে। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হওয়ায় সেখানে রয়েছেন।
গত ১২ জুলাই মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টে বিয়ের আসর। ১৪ এপ্রিল ছিল তাদের রিসেপশন। এ বিয়েতে দেশ-বিদেশের একাধিক তারকা এসেছিলেন। বিয়ের পর লন্ডনে বসেছিল তাদের বিবাহপরবর্তী অনুষ্ঠানের আসর। এর পর তারা প্যারিস থেকেই হানিমুনে গেলেন কোস্টারিকায়।
রিসোর্ট কাসা লাস ওলাসে ছয় বেডরুম রয়েছে। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এ রিসোর্টটি ১৮ হাজার ৪৭৫ স্কোয়ার ফিটের ওপর দাঁড়িয়ে। প্রতি রাতের জন্য এই আলিশান ভিলার খরচ প্রায় ২৩ হাজার মার্কিন ডলার। এমনটিই এ রিসোর্টের ওয়েবসাইট থেকে জানা গেছে। এখানে শিশুদের জন্যও বিশেষ ঘর আছে। এ ছাড়া সুইমিংপুল আছে। অতিথিরা চাইলে বেশি খরচ করে ব্যক্তিগত শেফ, প্রাইভেট বার সব ব্যবহার করতে পারবেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস