Logo
Logo
×

বিনোদন

বাংলাদেশ, এটা তোমার থেকে আশা করিনি: ইধিকা পাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০১:৪১ পিএম

বাংলাদেশ, এটা তোমার থেকে আশা করিনি: ইধিকা পাল

দুই বাংলার অভিনেত্রী ইধিকা পাল। তিনি বলেছেন, বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হব। সেখানে কাজ করব। কারণ আমার ওপরে তো বাংলাদেশের কোনো রাগ নেই। দেশ আগের মতো স্বাভাবিক হলে কাজ করতে না যাওয়ার তো কোনো কারণ নেই। 

ইন্টারনেটের সমস্যার কারণে নায়ক শাকিব খানসহ আমার অন্যান্য সহ-অভিনেতার নিয়মিত খোঁজ নিতে পারিনি বলেও জানান এ টালিউড অভিনেত্রী।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, তোমায় নিয়ে আমার কোনো নালিশ নেই। কোনো সমস্যা নেই, কোনো ভয়ও নেই। তুমি ডেকে নিয়ে গিয়ে আমার মাধ্যমে দুই দেশের বিনোদন, সংস্কৃতি ও ভাবের আদানপ্রদান ঘটিয়েছ। তাই আবারও তোমার ডাকের অপেক্ষায়। যদিও ইন্টারনেটের সমস্যার কারণে নায়ক শাকিব খানসহ আমার অন্যান্য সহ-অভিনেতার নিয়মিত খোঁজ নিতে পারিনি। কিন্তু জানি— বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হব, সেখানে কাজ করব। কারণ আমার ওপরে তো বাংলাদেশের কোনো রাগ নেই!

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা নিয়ে যা বললেন এলিটা করিম

এ টালিউড অভিনেত্রী বলেন, গত ৫ আগস্ট ২০২৪ গণরোষ। এক রাতের মধ্যেই আমার চেনা বাংলাদেশ বদলে গেল। এই বাংলাদেশে গিয়ে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবির শুটিং করেছি? ঈদের দিনে ছবিটা যেন মুক্তি পায়, সে জন্য প্রিমিয়ারে গিয়েছিলাম। সেদিন দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে জল এসে গিয়েছিল।

বাংলাদেশের হৃদয় এত উষ্ণ, এত ভালোবাসা তা ভোলার মতো নয়। কিন্তু সেই একই হৃদয়ে এত কেন ঘৃণা জমেছিল, তা টের পাইনি বলেও জানান অভিনেত্রী ইধিকা পাল। 

তিনি বলেন, বাংলাদেশের আপ্যায়নের কথা আমার থেকে শুনুন— ইলিশ মাছের রকমারি পদ, ঢাকাই জামদানির কথা সবার জানা। ওখানে একটি বাড়িতে নিমন্ত্রণ মানে কম করে ১৪ রকমের খাবার। তাই ওজন বাড়িয়ে ফিরেছিলাম ওপার বাংলা থেকে। তিনি বলেন, তখনো ঘুণাক্ষরে টের পাইনি, আমার চেনা সেই দেশে এত রক্ত ঝরবে। ঝরবে লাখো লোকের চোখের জল।

এ অভিনেত্রী বলেন, এক সময় মনে হয়েছে, আমি না হয় অন্য দেশের। বাংলাদেশের মানুষেরাই কি টের পেয়েছিলেন, এভাবে ছাত্র আন্দোলনের ধারা বদলে যাবে?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস প্রকাশ্যে পুরুষদের হাতে হাতে দেখে ক্ষোভ প্রকাশ করে ইধিকা পাল বলেন, বাংলাদেশ—এটি তোমার থেকে আশা করিনি। যেমন আশা করিনি সমাজের অতিসাধারণ মানুষ কাঁদতে কাঁদতে সর্বস্ব লুটের কথা সামাজিকমাধ্যমে এসে জানাবে। 

তিনি বলেন, আমার প্রিয় পড়শি দেশ, তোমার জন্য, দেশের প্রতিটি মানুষের জন্য মন থেকে প্রার্থনা করছি— আবার সব শান্ত হোক। হাসিতে ঝলমলিয়ে উঠুক সোনার বাংলা। প্রবাহিত হোক, ভালোবাসার ফল্গুধারা। যার স্পর্শে হিংসা ও ঘৃণার মতো সব কালো ধুয়ে যাবে। জানি, আমার প্রার্থনা সফল হবেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম