Logo
Logo
×

বিনোদন

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব: সাদিয়া আয়মান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব: সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে উল্লাস করছে সাধারণ মানুষ। তবে এর মধ্যে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলাসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগের মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান এসব বন্ধ করতে অনুরোধ করেছেন।

আজ সোমবার এক ফেসবুক পোস্টে লুটপাট-অগ্নিসংযোগ বন্ধ করার অনুরোধ জানিয়ে সাদিয়া আয়মান লিখেছেন, ‘প্লিজ আপনারা এরকম লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না । আমরা এরকম বিজয় চাইনি, এরকম বিজয়ের জন্য এতদিন কেউ প্রাণ দেয়নি । আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব।’

ছাত্র জনতাকে স্যালুট জানিয়ে যে বার্তা দিলেন ফারুকী

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিচিতি পাওয়া আলোচিত গণমাধ্যমকর্মী ও আইনজীবী মানজুর আল মতিনও একই অনুরোধ জানান। এক ফেসবুক লাইভে তিনি বলেন, ‘তবে এর মধ্যে বেশকিছু দুশ্চিন্তার খবর আমরা পাচ্ছি। গণভবনে লুটপাট দেখেছি, জাতীয় সংসদ ভবনে লুটপাট দেখেছি। আরও অনেক জায়গাতে হামলার ঘটনা আমরা দেখছি। সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ পাচ্ছি। আমাদের সন্তানদের বিরাট মহান এই আন্দোলনকে দয়া করে কলুষিত করবেন না। এই আন্দোলন একটা বড় অর্জন।’

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে সরব ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাওয়া অভিনয়শিল্পীদের সমালোচনা করে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শেম অন ইউ গাইজ’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম