বউমা হিসাবে সোনাক্ষী কেমন, জানালেন জাহিরের বাবা-মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম
সাত বছর সম্পর্কের পর বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গত ২৩ জুন এ তারকা জুটি আইনি মোতাবেক বিয়ের পিঁড়িতে বসেন। এর পর রিসেপশনের আয়োজন হয়। এ তারকা জুটির বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। বিয়ের পর সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছিলেন জাহির ইকবালের বাবা।
এদিকে বিয়ের দিন রিসেপশনে দেখা যায়নি অভিনেত্রীর দুই ভাই লব সিনহা ও কুশ সিনহাকে। বিয়েতে ছিলেন শত্রুঘ্ন সিন্হাসহ পরিবারের অন্য সদস্যরা। এ নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র সমালোচনা শুরু হয়।
বোনের বিয়েতে অমত ছিল দাদা লব সিনহার তা ঠিক। আসলে ভগ্নিপতি জাহিরের বাবার ব্যবসা নিয়ে সমস্যা তার। যদিও বিয়ের পর স্বামীর সঙ্গে সুখেই আছেন বলে জানিয়েছেন সোনাক্ষী। বউমা হিসাবে কেমন শত্রুঘ্নকন্যা, এবার সেই বিষয়ে মুখ খুলেছেন জাহিরের বাবা-মা।
অভিনেত্রীর শাশুড়ি বলেন, সোনাক্ষী আসলে খাঁটি সোনা।
জাহিরের বাবা বউমা সম্পর্কে বলেন, সোনাক্ষীর মন সোনার মতো। জাহিরের জন্য সোনাক্ষীর থেকে ভালো কোনো মেয়ে হতেই পারত না। ওদের দুজনকে একসঙ্গে সুখী দেখে আমরাও খুশি। ঈশ্বর ওদের মঙ্গল করুন।
এদিকে সোনাক্ষীর বিয়ের পর মুখ খোলেন লব সিনহা। সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে সোনাক্ষী ও জাহিরের বিয়ে নিয়ে তিনি বলেন, এত সমালোচনা সত্ত্বেও পরিবারের প্রতি তার ভালোবাসা কোনোভাবেই কমবে না। পরিবারই তার কাছে প্রাথমিক বিষয়।
নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের সাক্ষী রেখে আইনি বিয়ে সারেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সেই অনুষ্ঠানে প্রবীণ অভিনেতা বলেন, ‘মেয়েকে পছন্দের পাত্রের হাতে তুলে দেবেন বলে সব বাবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। জাহিরের সঙ্গে আমার মেয়েকে সব থেকে বেশি খুশি থাকতে দেখেছি। তারা সুখে থাকুক, এ প্রার্থনাই করি।
জাহির ইকবালের প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন সিনহা বলেন, ‘গুড বয়’ জাহির। খুব ভালো ছেলে। আমার মেয়েকে ভালো রাখবে ও…।‘ তিনি আরও বলেন, ’৪৪ বছর আগে আমি একজন সফল, সুন্দরী ও ভীষণ ট্যালেন্টেড একটি মেয়েকে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। সে হচ্ছে পুনম সিনহা। আজ আমার মেয়ে সোনাক্ষীর পালা। ওর পছন্দই আমাদের পছন্দ। ওর নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার এই সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি।‘
উল্লেখ্য, এর আগে সোনাক্ষী-জাহিরের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল শত্রুঘ্ন নাকি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেছিলেন— এই প্রজন্মের সন্তান কারও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না। ওরা শুধু নিজেদের সিদ্ধান্ত জানায়। সেই থেকেই জল্পনার সূত্রপাত যে, জামাই হিসেবে জাহির ইকবালকে হয়তো পছন্দ নয় শত্রুঘ্ন সিনহার তাই এমন কথা বলেছিলেন! তবে বিয়ের দুদিন আগেই নিন্দুকদের ‘চুপ’ করে দিয়ে জাহির ইকবালকে বুকে টেনে নেন শত্রুঘ্ন সিনহা।
সূত্র: আনন্দবাজার