মসজিদের আগে থিয়েটার থেকে জানাজা বের করার অনুরোধ অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম
মিসরের জনপ্রিয় অভিনেত্রী সিলভিয়া মুহাম্মদ আলীর মৃত্যুর পর করা একটি অসিয়ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।
আল আরাবিয়া উর্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের ন্যাশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত সিলভিয়া মুহাম্মদ আলী এক সাক্ষাৎকারে তার অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেন।
সাক্ষাৎকারে তিনি অনুরোধ করে বলেন, আমার মরদেহ যেন প্রথমে থিয়েটার থেকে বের করা হয় পরে জানাজার নামাজের জন্য মসজিদে নিয়ে যাওয়া হয়।
নিজের ইচ্ছার ব্যাখ্যা দিতে গিয়ে এই অভিনেত্রী বলেন, জাতীয় নাট্যশালা থেকে আমার অভিনয়ের স্বপ্ন পূরণ করেছি। এই থিয়েটারের সঙ্গে আমার অনেক অর্জন জড়িত এবং সে কারণেই আমি ন্যাশনাল থিয়েটারকে ভালোবাসি।
অভিনেত্রীর এমন অসিয়তের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, মিসরে পরিচালক ইউসুফ শাহীন, অভিনেতা শফিক নুরুদ্দিন ও তৌফিক আল-দাকানের জানাজা মসজিদের আগে থিয়েটার থেকে বের করা হয়েছিল।