Logo
Logo
×

বিনোদন

শাকিবের কাছ থেকে ঈদে কী উপহার পেলেন বুবলী-বীর?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৫:৫৬ পিএম

শাকিবের কাছ থেকে ঈদে কী উপহার পেলেন বুবলী-বীর?

এবারের ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ এবং শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। এমন উৎসবের মধ্যে বুবলী কোনো অনুষ্ঠানে গেলেই আসে ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গ। ঈদ উপলক্ষে বাবা শাকিবের কাছ থেকে কী উপহার পেল বীর ও বুবলী? সেটাই জানতে চাওয়া হয়েছিল এক ভিডিও সাক্ষাৎকারে।

প্রশ্নের উত্তর কিছুটা পাশ কাটিয়ে গিয়ে শবনম বুবলী বলেন, ‘আমি সব সময়ই বলি, বাবা-ছেলের সম্পর্ক সারা জীবনের। সেখান থেকে উপহার দেওয়া-নেওয়া, সালামি এগুলো তো থাকেই। আর আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের। এর মধ্যে হাজার উপহারও আমার কাছে কোনো বিষয় নয়। যখন ওই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায়।’

বুবলী আরও বলেন, পাশাপাশি উৎসবে অনেক উপহার পায় বীর, যেমন ওর নানা-নানু, তারপর আমার বোনেরা, সবাই দেশের বাইরে থাকে, ওরা পাঠায়। সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়।

বুবলীর কথায়, যখন মা-বাবা দুজন উপহার দেয়, সেটা খুব স্পেশাল হয়। ঈদ ছাড়াও অনেক সময়েই তাদের জন্য মিলিয়েও পোশাক কিনেছি। শুধু পাঞ্জাবি নয়, টি-শার্টও মিলিয়ে পরে বাবা-ছেলে। এসবের অনেক স্মৃতি তুলে রাখা আছে বীরের জন্য। বড় হলে এই স্মৃতিগুলো দেখবে বীর।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। ২০১৮ সালে গোপনে বিয়ে করেন তারা। দুই বছর পরই তাদের সংসার আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে শাকিব-বুবলীর মাঝে। 

একপর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলীর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন শাকিব। তবে নায়িকার দাবি-তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম