Logo
Logo
×

বিনোদন

১০ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার, বিএসএমএমইউতে স্থানান্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৬:৩৩ পিএম

১০ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার, বিএসএমএমইউতে স্থানান্তর

মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। ফাইল ছবি

মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ দশ দিন হলো এখনো সীমানার জ্ঞান ফেরেনি। বর্তমানে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, বুধবার সীমানাকে পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তার নতুন করে কিডনি জটিলতাও দেখা দিয়েছে।তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়েছে।

নাসিম বলেন, সীমানাকে আইসিইউতে রাখা হয়েছে। সীমানার বাবা গতকাল (বুধবার) ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা খুব একটা আশার আলো দেখছেন না।তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।

গত ২০ মে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় বুধবার অভিনেত্রীকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

সিনেমায়ও অভিনয় করেছেন সীমানা। নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার অভিনীত প্রথম সিনেমা।

এ ছাড়া গত বছর বিপ্লব হায়দার পরিচালিত ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম