নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলের আয়োজন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৫:০৬ এএম
আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘অগ্নিগিরি’। নজরুলের ছোটগল্প ‘অগ্নিগিরি’ অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তটিনী, মাসুম বাশার প্রমুখ।
আজ সকাল ৮টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নজরুল সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গল্প গানের আমন্ত্রণ’। অনুষ্ঠানে গান গাইবেন বর্তমান প্রজন্মের দুই সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও ইয়াসমিন লাবণ্য। আয়োজনে দুজনেই এককভাবে নজরুলের গান কণ্ঠে তুলেছেন।
আজ সকাল ৯টায় দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। অনুষ্ঠানটিতে নজরুল ইসলামের বিভিন্ন গান ও কবিতাকে একসঙ্গে বিন্যস্ত করা হয়েছে। যেখানে ব্যবহৃত হয়েছে কবির জনপ্রিয় ও বিখ্যাত কিছু রচনা। যার মধ্যে আছে- কবিতা বিদ্রোহী ও নারী, গান মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম।
আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে কাজী নজরুল ইসলাম অবলম্বনে নির্মিত নাটক ‘আবার ভালবাসার সাধ জাগে’। সারওয়ার রেজা জিমিরি চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এতে এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, শেলী আহসান প্রমুখ।