Logo
Logo
×

বিনোদন

হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:১৬ পিএম

হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত হৃদরোগজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর সঙ্গে রাখি বলেছেন, আমার হার্টে সমস্যা দেখা দিয়েছে। আমি এখন কথা বলার অবস্থায় নেই। আমাকে আগামী ৫-৬ দিন বিশ্রামে থাকতে হবে। তবে রাখি মুম্বাইয়ের কোন হাসপাতালে ভর্তি রয়েছেন তা জানাননি। 

এ বিষয়ে তিনি বলেন, আমি এখন কোন হাসপাতালে ভর্তি রয়েছি, তা বলতে পারব না। দয়া করে আমাকে কিছুটা সময় দিন।

রাখি তার শারীরিক অবস্থা নিয়েও কোনো তথ্য দেননি। পরে এ বিষয়ে তার ভাই রাকেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৪ মে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।’

তিনি আরও জানান, ‘রাখি ব্রেন টিউমার ও ক্যানসারে ভুগছেন। এটি সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। সে ক্রিটিকেয়ার এবং বালাজি হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে ছিল। 

এদিকে সম্প্রতি রাখির স্বামীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত। ওই সময় দুবাই ছিলেন রাখি। কয়েক দিন আগে ভারতে ফিরেছেন তিনি।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম