বিনোদন জগত থেকে রাজনীতির মাঠে অংশ নিয়েও জনপ্রিয় বেশ কিছু তারকা শিল্পী।
অভিনেত্রী কঙ্গনা রানাউত, অরুণ গোভিল, ‘অনুপমা’ খ্যাত রূপালী গাঙ্গুলী ও শেখর সুমনের পাশাপাশি রাজনীতিতে প্রবেশ করেছেন বেশ কিছু তারকা।
এসব তারকা শিল্পীদের সম্পদের পরিমাণ কোটি কোটি।
‘রামায়ণ’ খ্যাত অভিনেতা অরুণ গোভিলও বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বিলাসবহুল জীবনযাপন করেন। অরুণের ৬২.৯৯ লাখ মূল্যের একটি মার্সিডিজ গাড়ি রয়েছে এবং তার ৩.১৯ কোটি টাকার স্থাবর এবং ৫.৬৭ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।
রামায়ণে অভিনয়ের জন্য দীপিকা ২০ লাখ টাকা পারিশ্রমিক নেন। বিজেপিতে যোগ দেওয়া এই অভিনেত্রী ৩৮ কোটি টাকার মালিক।
হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়ছেন কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাউতের মোট সম্পত্তি ৯৫ কোটি টাকা। তিনি একটি ছবির জন্য প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা নেন।
‘অনুপমা’ খ্যাত রূপালী গাঙ্গুলীর সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। প্রতি এপিসোডের জন্য তিনি তিন লাখ টাকা নেন।
গুল পানাগও ২০১৪ সালে আম আদমি পার্টিতে যোগদান করেন। তার মোট সম্পদের পরিমাণ ৫ থেকে ৬ কোটি টাকা।
হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কাম্য পাঞ্জাবি কংগ্রেসে যোগ দিয়েছেন। তার মোট সম্পদ প্রায় ১০-১২ কোটি টাকা।
অভিনেতা শেখর সুমন সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। মুম্বাইতে তার একটি বিলাসবহুল বাংলো রয়েছে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।