Logo
Logo
×

বিনোদন

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সংসদে কথা বলব: ফেরদৌস

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:১৬ এএম

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সংসদে কথা বলব: ফেরদৌস

ফাইল ছবি

‘ঢাকাই সিনেমার শুরু থেকে শিল্পীদের সঙ্গে সাংবাদিকরা ওতপ্রোতভাবে জড়িত। সাংবাদিক বন্ধুরা ছাড়া আমরা সম্পন্ন নই। ৫৬ বছর আপনারা যেভাবে সম্মান দিয়েছেন আগামীতেও দিবেন আশা করি’- সম্প্রতি ‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমনটাই বলেছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

এই আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

আয়োজনে ফেরদৌস চলচ্চিত্র শিল্পের নানান সমস্যার দিক তুলে ধরে আরও বলেন, ‘বর্তমানে অল্প কিছু প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পায়। সেখানে একজন প্রযোজক সিনেমা থেকে খুবই সামান্য টাকা পান। এ অবস্থায় আমরা যদি ট্যাক্সের টাকাটা কমানোর জন্য সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে তুলে ধরতে পারি, তাহলে আমাদের এই শিল্পের জন্য বড় সমস্যার সমাধান হবে। আমাদের এই শিল্পের অনেক সমস্যা রয়েছে, এগুলোর সমাধানও আছে। এই সমস্যার সমাধানে নিজেদেরই এগিয়ে আসতে হবে। ভালো ভালো সিনেমা বানাতে হবে। জাতির পিতার হাতে গড়া এই এফডিসির জন্য প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা রয়েছে। আমরা এই শিল্পকে এগিয়ে নিতে সংসদে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে কথা বলব।’

একই আলোচনায় অংশ নিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘একই বিষয় নিয়ে আমারও কাজ করেছিলাম। এখনও করছি। ধন্যবাদ বাচসাসকে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য। বিষয়টি নিয়ে আমরা কাজ করব। বাচসাসকে সাথে নিয়েই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’

আলোচনা সভায় নাটক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ শিল্পী-কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম