Logo
Logo
×

বিনোদন

কলকাতায় তারিনের অভিষেক কেমন হলো?

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১১:৪৩ পিএম

কলকাতায় তারিনের অভিষেক কেমন হলো?

নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। তিন দশকেরও বেশি সময় এ অভিনেত্রী নাটক দিয়েই দর্শকের মন কেড়েছেন। তার অভিনীত প্রথম সিনেমা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’। এটি গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে তারিনের অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়।

এবার কলকাতায়ও প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি সেখানে মুক্তি পেয়েছে তার অভিনীত মানসী সিনহা পরিচালিত সিনেমা ‘এটা আমাদের গল্প’।

জানা গেছে, মুক্তির পর থেকেই দর্শক বেশ আগ্রহ নিয়ে সিনেমাটি উপভোগ করছেন।

তারিন জানিয়েছেন, কলকাতায় সিনেমার প্রচারণা করতে গিয়ে সেখানে তার নাটকের অনেক দর্শকের সঙ্গেও দেখা হয়েছে। প্রচণ্ড গরম উপেক্ষা করেও তারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন।

তিনি বলেন, ‘দর্শকের এই আগ্রহ আর ভালোবাসায় ভীষণ উচ্ছ্বসিত আমি। মনে হচ্ছে জীবনের নতুন এক অধ্যায় কলকাতায় অতিবাহিত করছি।’

উল্লেখ্য, ‘এটি আমাদের গল্প’ সিনেমার গল্প বউ শাশুড়ির রাগ অভিমান, ভালোবাসাকে ঘিরে। মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ একা হয়ে যায়। সেই বয়সে প্রেমে পড়াটা অপরাধ নয়। একা থাকার চেয়ে কাউকে ভালোবেসে ভালো থাকাটা ভালো। গল্পে তারিন বাংলাদেশের একটি হিন্দু পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও তারিনের অভিষেক নিয়ে এ অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনিও দীর্ঘদিন কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম