Logo
Logo
×

বিনোদন

ফেসবুক পেজে অরুচিকর পোস্ট, হানিফ সংকেতের প্রতিক্রিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১০:৩২ পিএম

ফেসবুক পেজে অরুচিকর পোস্ট, হানিফ সংকেতের প্রতিক্রিয়া

এক কোটিরও বেশি অনুসারীর ফেসবুক পেজটি ফিরে পাওয়ার পর রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। 

পোস্টে তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এই পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে; যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।

হানিফ সংকেত আরও লিখেছেন, আমাদের এই পোস্ট দেওয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাকারদের কবলে পড়েছিল। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবি পোস্ট করেন হ্যাকাররা। তবে খুবই অল্প সময়ের মধ্যে হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নেন।

জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত। পাশাপাশি নাটক নির্মাণেও সাফল্য রয়েছে তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম