তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন হিল্লোল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পিএম
আদনান ফারুক হিল্লোল ও শ্রাবস্তী দত্ত তিন্নি শোবিজের এক সময়ের আলোচিত দম্পতি ছিলেন।২০০৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। যদিও পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে সংসার জীবনের ইতি টানেন তিন্নি-হিল্লোল। তাদের ওয়ারিশা নামে একটি কন্যাসন্তান রয়েছে।
পরে তিনি ছোটপর্দার আরেক অভিনেত্রী নওশীনকে বিয়ে করেন। তারা এখন নিউইয়র্কের বাসিন্দা। অভিনয় ছেড়ে হিল্লোল এখন পুরাদস্তুর ফুড ব্লগার।
তবে সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় হিল্লোলকে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিন্নির সঙ্গে বর্তমান সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ ও বর্তমান সম্পর্কের সমীকরণ।
সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায়ই আলোচনা চলে নেটিজনদের মধ্যে। এই বিষয়টা কি তাকে ভাবায়? এমন প্রশ্নের জবাবে হিল্লোল বলেন, না বিষয়টা আমাকে ভাবায় না। কারণ আমি জানি, ডিজিটাল কনটেন্টটা আসলে কী? এই প্রশ্নও ডিজিটাল রিচ। সে কারণে আমি যেহেতু ডিজিটাল কনটেন্ট নিয়ে কাজ করি, আমি জানি যেসব কনটেন্ট ক্রিয়েটররা রিচ চান। এটা স্বাভাবিক বিষয়। ৯০ শতাংশ সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব হয়। তিন্নির সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক। আমার মেয়ের ১৬ বছর চলছে। ও ক্লাস নাইনে পড়ে। আমাদের মেয়ের কারণেও যোগাযোগ করতে হয়। বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেওয়া হয়। বড় মেয়েকে বছরে একবার সময় দেওয়া হয়, যখন কানাডাতে যাই।
পূর্বের বিয়ে থেকে কোনো শিক্ষা পেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে হিল্লোল বলেন, ওখান থেকে কোনো শিক্ষা পাইনি। ওটা ভুল ছিল। আমার কিংবা তার দিক থেকে হতে পারে। ওর–ও হয়তো ভুল ছিল। তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের ১৪ বছর পর এসে বলতে পারি, সেই ভুলটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়নি।
হিল্লোল আগের মতো আর অভিনয় করছেন না কেন? এর জবাবে তিনি বলেন, ২০১৭-১৮ থেকে নাটকে কাজ করছি না। আমি আসলে এটা আগের মতো করে উপভোগ করছিলাম না। ২০০৩ সালে আমার একটা নাটক ছিল ‘স্পর্শের বাইরে’। ওই নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলাম। তখন কোয়ালিটির কাজ হতো, পরবর্তী সময় সেটা আর হচ্ছিল না। আর ২০১০–এর দিকে আরও পরিস্থিতি খারাপ হতে থাকল। অন্যদিকে ২০১৭ থেকে ২০১৮ এ সময়ে প্রচুর কাজের চাপ ছিল। শরীরেও কুলাত না। নাটকগুলোর কোনো সাড়া পেতাম না।