Logo
Logo
×

বিনোদন

শিল্পা শেঠির স্বামীর ১০০ কোটি রুপির সম্পদ জব্দ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৭ পিএম

শিল্পা শেঠির স্বামীর ১০০ কোটি রুপির সম্পদ জব্দ

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার প্রায় ১০০ কোটি রুপির সম্পদ জব্দ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যে আছে জুহু এলাকায় একটি আবাসিক ফ্ল্যাট। তবে ফ্ল্যাটটি বর্তমানে শিল্পা শেঠির নামে নিবন্ধিত। বিটকয়েন পোনজি দুর্নীতির তদন্তের সঙ্গে সম্পর্ক থাকায় এই সম্পদ জব্দ করেছে ইডি। এর মূল্য ৯৭.৭৯ কোটি রুপি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। যেসব সম্পদ জব্দ করা হয়েছে তার মধ্যে আরও আছে- পুনেতে একটি আবাসিক বাংলো, রাজ কুন্দ্রার মালিকানাধীন নগদ অর্থ।

পোনজি দুর্নীতি হলো সেই প্রতারণা- যেখানে বিনিয়োগকারীদের কোনো ঝুঁকি ছাড়া বা নামমাত্র ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিপুল লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে বিনিয়োগকারীদের ওই অর্থ বিনিয়োগ করা হয় না। পক্ষান্তরে আরও মানুষকে আকৃষ্ট করা হয়। প্রাথমিকভাবে যারা বিনিয়োগ করেন তাদের কিছু লভ্যাংশ দেওয়া হয়।

এ অভিযোগে মহারাষ্ট্র ও দিল্লি পুলিশ ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড, প্রয়াত অমিত ভারদওয়াজ, অজয় ভারদওয়াজ, বিবেক ভারদওয়াজ, সিম্পি ভারদওয়াজ, মাহেন্দর ভারদওয়াজ ও অন্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করে। তার তদন্ত শুরু করে ইডি। 

তদন্তে অভিযোগ করা হয়েছে, বিটকয়েন বিনিয়োগের মাধ্যমে মাসে শতকরা ১০ ভাগ লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতিতে বিনিয়োগকারীদের কাছ থেকে ২০১৭ সালে অভিযুক্ত ব্যক্তি বিটকয়েনের মাধ্যমে প্রায় ৬৬০০ কোটি রুপি সংগ্রহ করেন; কিন্তু তিনি বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেন। এভাবে তিনি অনলাইনে বিটকয়েন ব্যবস্থায় অসৎ উদ্দেশে অর্থ সংগ্রহ করেন। 

তদন্তকারী সংস্থা দেখতে পেয়েছে যে, রাজ কুন্দ্রা অমিত ভারদওয়াজের কাছ থেকে ২৮৫টি বিটকয়েন গ্রহণ করেছেন। অমিত ভারদওয়াজকে ‘গেইন বিটকয়েন’ পোনজি দুর্নীতির মূলহোতা হিসেবে দেখা হয়। এসব বিটকয়েন ব্যবহার করার কথা ছিল ইউক্রেনের একটি খনিতে; কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। ফলে এসব বিটকয়েনের মালিক হয়ে যান রাজ কুন্দ্রা। বর্তমানে তার মূল্য কমপক্ষে ১৫০ কোটি রুপি। 

পর্নোগ্রাফি তৈরি ও তা বিতরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। পরে তিনি সুপ্রিমকোর্ট থেকে জামিন পান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম