Logo
Logo
×

বিনোদন

‘শেষের কবিতা’র অমিত-লাবণ্য হলেন পরমব্রত ও ডা. শ্রেয়া

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৫:০৫ এএম

‘শেষের কবিতা’র অমিত-লাবণ্য হলেন পরমব্রত ও ডা. শ্রেয়া

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘শেষের কবিতা’। এ উপন্যাসের দুই চরিত্র  অমিত ও লাবণ্যকে নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ আয়োজন। যাতে বিখ্যাত এই দুই চরিত্রে দেখা যাবে   কলকাতার অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের ডা. শ্রেয়া সেনকে।

এটি একটি আবৃতির আয়োজন। যা ভিডিও আকারে প্রকাশ হবে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে ড. শ্রেয়া সেন বলেন, ‘যদিও আমি পেশায় ডাক্তার। পাশাপাশি আবৃত্তি, অনুবাদ-এসবের সঙ্গে সম্পৃক্ত। তাই আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল শেষের কবিতা নিয়ে কিছু একটা করার। অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো, তাও আবার পরমব্রতর সঙ্গে। ধন্যবাদ এ প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত সবাইকে।’

পরমব্রত বলেন, ‘এবারের কাজটি একেবারেই নতুন ধরনের অভিজ্ঞতা। একটা ফটো স্টোরিতে কাজ করা। ছবির মাধ্যমে গল্প বলা। সেই নতুন প্রচেষ্টাটা যারা করেছে, সেই ফৌজিয়া এবং শ্রেয়ার ভাবনাকে আমি সাধুবাদ জানাই। সেটাকে সমর্থন করতে এবং তাদের সঙ্গে কাজ করতেই এবার মূলত ঢাকায় আসা।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম