Logo
Logo
×

বিনোদন

চাইমের জনপ্রিয় শিল্পী খালিদ আর নেই 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৯:৪৯ পিএম

চাইমের জনপ্রিয় শিল্পী খালিদ আর নেই 

গানে গানে তিনি মাতিয়ে রেখেছিলেন প্রজন্মের পর প্রজন্ম। ‘নাতিখাতি বেলা গেল’, ‘কালো মাইয়া’, ‘সরলতার প্রতিমা’সহ তার গাওয়া অনেক গান মানুষের মুখে মুখে। সুরেলা কণ্ঠের জন্য বিখ্যাত চাইম ব্যান্ডের সেই কণ্ঠ খালিদ আর নেই। 

সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রাত ১১ টায় গ্রিন রোড জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শিল্পীর দাফন হবে তার গ্রামের বাড়িতে। খালিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন ও সংগীতাঙ্গনের বর্ষীয়ান শব্দ প্রকৌশলী ঈশা খান দূরে। 

তিনি বলেন, খালিদ ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। আমরা এখন হাসপাতালে আছি, তার লাশ এখানেই রয়েছে। 

খালিদের জন্ম গোপালগঞ্জে। আশির দশকের গোড়ার দিকেই সংগীতে তার অভিষেক হয়। এরপর সেই দশক এবং নব্বই দশকে সাফল্যের সঙ্গে গান করেছেন তিনি। মুগ্ধকর কণ্ঠের এ শিল্পীর গাওয়া আরও গানের মধ্যে আছে ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম