Logo
Logo
×

বিনোদন

‘কেউ বিভ্রান্ত হবেন না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৩:৪৫ পিএম

‘কেউ বিভ্রান্ত হবেন না’

ফাইল ছবি

নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। 

এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে অপূর্বর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। 

অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি নাটকে অভিনয় করবেন বলেন ২০২২ সালের অক্টোবরে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপূর্ব। চুক্তি অনুযায়ী তাকে ৫০ লাখ টাকা দেওয়ার কথা। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ৩১ অক্টোবরের মধ্যেই সবগুলো নাটকের কাজ শেষ করে দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন: নির্বাচনে লড়বেন মাহিয়া মাহি, নিপুণ না মিশা প্যানেলে?

কিন্তু ৯টি নাটকে কাজ করে, দুই দফায় ৩৩ লাখ টাকা নিয়ে আর কাজ করেননি এ অভিনেতা। এরপর চলতি বছরের ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি শুটিং করার কথা বলে নির্ধারিত সময়ে আসেননি। এসব বিষয় নিয়ে গত ৩ মার্চ অপূর্বর বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠায় প্রতিষ্ঠানটি। সাত দিনের মধ্যে জবাব চাওয়া হলেও সাড়া দেননি অভিনেতা। এ কারণে সাংগঠনিকভাবে বিষয়টির সুরাহা করার জন্য টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের দ্বারস্থ হয়েছেন প্রযোজক।

এদিকে বিষয়টি নিয়ে অপূর্বর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। এটা আমার জন্য সম্মানহানিকর। আমি দীর্ঘদিনের সুপরিচিত একজন অভিনয়শিল্পী। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় আছে, তাই এটা নিয়ে আমার আইনজীবী কথা বলবেন। তাছাড়া আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিপাবও বিষয়টি সম্পর্কে জানেন। তারাও কথা বলবেন। যেহেতু আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি, তাই এটা নিয়ে বেশি কিছু এ মুহূর্তে বলতে চাই না।’

ভক্তদের উদ্দেশ্যে এ অভিনেতা বলেন, ‘কেউ এসবে বিভ্রান্ত হবেন না। সময়ই সব কিছু পরিষ্কার করে দেবে। ইন্ডাস্ট্রির সবাই আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, জানেন। আমি কখনো কোনো অন্যায়ের সঙ্গে নেই। যেটা সঠিক ওটাই করব আমি, এতটুকু বিশ্বাস রাখুন। অন্যায় করে কেউ পার পাবে না।’ 

এদিকে টেলিপাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির জানিয়েছেন, তারা দুই পক্ষকে ডেকে সাংগঠনিকভাবেই এ ঘটনার সুরাহা করার চেষ্টা করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম