ভারতীয় তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অন্য নারীদের অভিনয়ে সুযোগ করে দিতে প্রযোজনা শুরু করেছেন। নতুন এই প্রযোজনা সংস্থার ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করবেন ঋতুপর্ণা।
পূর্ণদৈর্ঘ্যের ছবির পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়কে কেন্দ্র করে স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্রও তৈরি করবে তার সংস্থা। প্রথম ছবির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। ছবির প্রধান চরিত্রে আছেন ঋতুপর্ণা।
রোববার নতুন এ প্রযোজনা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতী ঘোষাল, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, প্রযোজক ফিরদৌসুল হাসান প্রমুখ।
নতুন এই উদ্যোগ নিয়ে ঋতুপর্ণা বলেন, আমি সব জিনিসকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতেই পছন্দ করি। আমার টিমের সদস্যরা আমার পরিবার। তাদের যাতে ভালো হয় তা কেন চাইব না। আসলে, ভালোবাসায় ভালোবাসা বাড়ে।
অভিনেত্রী আরও বলেন, জীবন অনেক ছোট। তাই নিজেদের মধ্যে মারামারি করে লাভ নেই। তাহলে আমরা কেউ এগোতে পারব না।
তিনি আরও বলেন, এখন হয়তো আমি সব সিদ্ধান্ত নেই। কিন্তু আমি চাই, ওরাও যেন নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। কারণ আমি তো সারা জীবন থাকব না।