রঙ্গীন উজান ভাটি ছবির পোস্টার, ইনসেটে সদ্যপ্রয়াত পরিচালক
‘বিনি সুতার মালা’, ‘রঙ্গীন উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’- এ রকম আরও অনেক সফল সিনেমা নির্মাণ করেছেন শিল্পী চক্রবর্তী। বৃহস্পতিবার ৭১ বছর বয়সে পরপারে পাড়ি দিয়েছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই পরিচালক। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাগনে সংগীত পরিচালক ইমন সাহা।
ফেসবুকে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শিল্পী চক্রবর্তী মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল। এরপর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল ছিলেন। সর্বশেষ বুধবার রাতে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রসঙ্গত, শিল্পী চক্রবর্তী প্রয়াত আজিজুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে সি বি জামানের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি।