ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতা দলের মালিক সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। তাদের দলের নাম ‘টাইগার্স অব কলকাতা'।
এই দলের জন্য এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। সেখানে এক সাংবাদিক কারিনাকে প্রশ্ন করেন, সাইল আলি খান যদি ক্রিকেট খেলতে পারত!
সাংবাদিকের এমন প্রশ্ন শুনে হাসির ছলে কারিনা বলেন, খেলোয়াড় হিসেবে তিনি মোটেই ভালো নন। তবে বসে খেলা দেখতে পছন্দ করেন। তাই খেলায় হাত পাকাতে চান তিনি।
কারিনা আরও বলেন, ‘আমি ভালো খেলোয়াড় নই, আমি চেষ্টা করছি। বল মারতে পারি না; কিন্তু খেলার আর দেখার মজাই আলাদা। তাই আমি নজর রাখি। আমি দর্শক। সাইফ খেলোয়াড়।
টুর্নামেন্টের আয়োজক হিসেবে আছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মোট ১৯টি ম্যাচ হবে। টেনিস বলে ১০ ওভারে খেলা হবে। প্রথম আসরে অংশ নেবে মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই ও শ্রীনগর।