Logo
Logo
×

বিনোদন

স্ত্রীর পা মালিশ করে দিচ্ছেন রামচরণ, ভিডিও ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৯:১০ পিএম

স্ত্রীর পা মালিশ করে দিচ্ছেন রামচরণ, ভিডিও ভাইরাল

তেলুগু ছবির তারকা রামচরণ এবং তার স্ত্রী উপাসনার দাম্পত্যে প্রেম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয়। পর্দায় নায়ক-নায়িকার প্রেমকেও হার মানায় তাদের বাস্তবের বোঝাপড়া। 

এক দশক হলো উপাসনাকে নিয়ে ঘর বেঁধেছেন রামচরণ। গত বছরই বাবা-মা হয়েছেন তারা। ঘরে এসেছে কন্যাসন্তান। মেয়ে আসার পর যেন দু’জনের প্রেম আরও একটু গাঢ় হয়েছে। রামচরণ-উপাসনা রীতিমতো চোখে হারান একে-অপরকে। শুধু যে ভালবাসেন তা নয়, স্ত্রীকে আগলে রাখেন, যত্ন নেন রামচরণ। 

সম্প্রতি তারই এক ঝলক দেখা গেল সামাজিক মাধ্যমের পাতায়। ‘এক্স’-এর পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রামচরণ স্ত্রী উপাসনার পায়ের পাতায় মালিশ করে দিচ্ছেন। ব্যক্তিগত বিমানে চেপে আম্বানীদের নিমন্ত্রণ রক্ষা করতে জামনগর যাচ্ছিলেন তারা। যাওয়ার পথেই স্ত্রীর পায়ের পাতা কোলে তুলে মালিশ করে দিচ্ছিলেন ‘আরআরআর’ খ্যাত অভিনেতা। এ ভিডিও প্রকাশ্যে আসার পর দুজনের প্রেম দেখে অনেকেরই মন ভরে গেছে।

তবে ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই উপাসনাকে নিয়ে কটু মন্তব্য করেছেন। স্বামীকে দিয়ে পায়ে মালিশ করানোর ‘অপরাধে’ সমালোচনার শিকার হতে হয়েছে উপাসনাকে। তবে উপাসনা এ সব কোনো কিছুই গায়ে মাখেন না। এর আগেও বিভিন্ন কারণে তাকে নিয়ে সমালোচনা হয়েছে। উপাসনা বারবারই বলেন, রামচরণ আর আমার মধ্যে বোঝাপড়া, ভালবাসা আর বিশ্বাস রয়েছে। কোনো সমালোচনা, কটাক্ষ আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারবে না।

উপাসনার সঙ্গে সিনেমা জগতের কোনো যোগাযোগ ছিল না বিয়ের আগে। রামচরণের সঙ্গে বিয়ের পরেই জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে তার। রামচরণকে বিয়ে করে উপাসনা কতটা সুখী, তা বোঝা যায় উপাসনার কথাবার্তায়। উপাসনা বলেন, ঈশ্বরের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হল রামচরণ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম