Logo
Logo
×

বিনোদন

পুরুষের ভূমিকা প্লাস্টিক ব্যাগের মতো— টুইঙ্কেলের মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

পুরুষের ভূমিকা প্লাস্টিক ব্যাগের মতো— টুইঙ্কেলের মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

নারীর জীবনে পুরুষের ভূমিকা অনেকটা প্লাস্টিক ব্যাগের মতো বলে মন্তব্য করায় অভিনেত্রী টুইঙ্কেল খান্নার ওপর চটেছেন নেটিজেনদের একাংশ। তবে তার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বলিউডের আরেক আলোচিত-সমালোচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টুইঙ্কেল বলেন, ‘আমি বারবারই বলি যে, মেয়েদের ভালো থাকার জন্য পুরুষের দরকার পড়ে না। পুরুষ হলো আমাদের জীবনে অনেকটা প্লাস্টিকের ব্যাগের মতো। ব্যাগের মধ্যে জিনিস ভরে বহন করলে সুবিধা হয়। কিন্তু না থাকলেও সমস্যা নেই।’

টুইঙ্কেলের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কঙ্গনা লেখেন, ‘পুরুষদের যারা প্লাস্টিকের ব্যাগ বলছেন, তারা পুরুষের থেকে কোনো সুবিধা ভোগ করেন না? রুপার চামচ মুখে দিয়ে জন্মান, সোনার থালায় সাজিয়ে দেওয়া ক্যারিয়ার— এমন জীবন উপভোগ করার পর এ ধরনের মন্তব্য করা খুব সহজ। আসলে তারা জীবনে কী চান? এটাই কি নারীবাদ?’

কঙ্গনার এই কথার কোনো জবাব অবশ্য দেননি টুইঙ্কেল। তবে দুপক্ষেরই মতামত শুনে অনেকেরই মনে হয়েছে, কঙ্গনা একটু বেশিই গভীরে চলে গেছেন। টুইঙ্কেল একেবারেই মজার ছলেই কথাগুলো বলেছিলেন। কিন্তু চর্চায় থাকার জন্যই কঙ্গনা আবার টুইঙ্কেলকে আক্রমণ করে এসব কথা বলেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম