Logo
Logo
×

বিনোদন

ক্যানসার কেড়ে নিল অভিনেত্রীর জীবন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম

ক্যানসার কেড়ে নিল অভিনেত্রীর জীবন

অভিনেত্রী কবিতা চৌধুরী (৬৭) আর নেই। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। 

কবিতা চৌধুরীর ভাগ্নে অজয় সায়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

অভিনেতা অনঙ্গ দেশাই সংবাদমাধ্যমকে বলেন, আমি আজ সকালে জানতে পেরেছি যে কবিতা আর নেই। গত রাতে সে মারা গেছে। এটা খুবই দুঃখজনক। তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামায় আমাদের ব্যাচমেট ছিল। আমাদের প্রশিক্ষণের সময় আমরা তিন বছর এনএসডিতে একসাথে পড়াশোনা করেছি। কবিতা, আমি, সতীশ কৌশিক, অনুপম খের, গোবিন্দ নামদেব একই ব্যাচে একসঙ্গে ছিলাম।

তিনি আরও বলেন, কয়েক বছর আগে তার ক্যানসার হয়েছিল, তারপরও আমরা দেখা করেছি; কিন্তু তিনি এটি গোপন রাখতে চেয়েছিলেন। তাই আমরা এটি সম্পর্কে কখনো কথা বলিনি। তিনি মূলত অমৃতসরের বাসিন্দা এবং সেখানেই মারা যান। আমি তার সাথে প্রায় পনেরো দিন আগে কথা বলেছিলাম। 

কবিতা ১৯৯০-এর দশকে বিখ্যাত সার্ফ বিজ্ঞাপনগুলোতে ললিতাজির চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম