তীব্র শ্বাসকষ্ট নিয়ে ২৯ জানুয়ারি দুপুর ৩টার দিকে হাসপাতালে ভর্তি হন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ কবির সুমন। আগে থেকেই তার বুকে সংক্রমণ ও হৃদযন্ত্রের কিছু সমস্যা রয়েছে। এদিন শ্বাসকষ্ট বেশি হলে তাকে হাসপতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে।
ভারতীয় গণমাধ্যম গতকাল ডাক্তারদের বরাত দিয়ে জানিয়েছে, আগের চেয়ে এ শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি স্থিতিশীল রয়েছেন।
হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। এদিকে ভক্তদের উদ্দেশ্যেও হাসপাতালের বেড থেকে বার্তা দিয়েছেন কবীর সুমন। সোশ্যাল হ্যান্ডেলে ৭৫ বছর বয়স্ক এ গায়ক লিখেছেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগির সেরে উঠব। চিন্তা করবেন না।’
প্রসঙ্গত, ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতের ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন কবীর সুমন।