Logo
Logo
×

বিনোদন

বৈশ্বিক অসমতা নিয়ে আক্ষেপ অ্যাঞ্জেলিনা জোলির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম

বৈশ্বিক অসমতা নিয়ে আক্ষেপ অ্যাঞ্জেলিনা জোলির

বিশ্বব্যাপী বৈষম্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী এবং মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। রোববার ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা ওয়াদ আল-কাতেবের সঙ্গে আলাপকালে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ২০ বছর আগে যখন তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন তখন কিছু দেশ ও ব্যক্তির ব্যাপারে তার ‘খুব ভালো’ ধারণা ছিল। তবে পরবর্তীতে এ ধারনা পুরোপুরি পালটে গেছে। 

বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তিনি বলেন, মানবাধিকার পছন্দসই ও নির্দিষ্ট কিছু মানুষের জন্যই কেবল ব্যবহার করা হচ্ছে। বাস্তবতা হলো পৃথিবী বর্তমানে ব্যবসায়িক স্বার্থের উপর ভিত্তি করে চলছে।

অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের সাবেক শুভেচ্ছাদূত এবং গত বছর পর্যন্ত বিশেষ দূত হিসেবে কাজ করেন। বর্তমান বিশ্ব পরিস্থিতিকে তিনি একটি ‘কুৎসিত ব্যবস্থা’ বলেও অভিহিত করেছেন।

তিনি বলেন, সরকার, রাজনীতিবিদ এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা সবসময় অনেক অনেক প্রতিশ্রুতি দেন তবে এর কিছুই তারা বাস্তবায়ন করেন না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম