![উত্তাল সাগরে অপূর্ব-তটিনীর রোমাঞ্চ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/11/image-750165-1702265855.jpg)
‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন— কূল নেই, কিনারা নেই। তবু ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো হয়ে যায় দেরি।’
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে নৌকায় ভেসে এমন সংলাপ আওড়াচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই নৌকায় তার পেছনেই রয়েছেন এ প্রজন্মের অভিনেত্রী তটিনীসহ আরও কজন।
নাটকের প্রয়োজনেই এমন একটি দৃশ্যে শুটিং করেছেন তারা। আর সেটি দেখা গেছে সদ্য প্রকাশিত টিজারে। নাটকের নাম ‘পথে হলো দেরি’। মাত্র ত্রিশ সেকেন্ডের এ টিজারেই বোঝা গেল, বছর শেষে আবারও বড় ধামাকা দিতে হাজির হচ্ছেন অপূর্ব। নেটিজেনরাও গোগ্রাসে গিলছেন সেটি। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
এ নাটকের শুটিংয়ে বেশ পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, ‘টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে শুটিং করতে যাওয়ার সময় আমাদের নৌকা আটকে যায় বালিতে। এর পর টানা ছয় ঘণ্টা পুরো ইউনিট অপেক্ষা করেছি জোয়ারের জন্য। জোয়ার আসার পর আমাদের নৌকা সচল হয়। এ শ্রম বা ডেডিকেশনগুলো সার্থক হয় দর্শকদের এমন সাড়া পেলে।’
আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন ডলি সায়ন্তনী
জানা গেছে, নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে শিগ্গির প্রচার হবে।