Logo
Logo
×

বিনোদন

বলিউডে ‘জুনিয়র মেহমুদ’খ্যাত কৌতুক অভিনেতা আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২০ পিএম

বলিউডে ‘জুনিয়র মেহমুদ’খ্যাত কৌতুক অভিনেতা আর নেই

বলিউডের বর্ষীয়ান কৌতুক অভিনেতা নইম সৈয়দ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। সিনেমার অঙ্গনে তিনি ‘জুনিয়র মেহমুদ’ নামেই বেশ পরিচিত। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সংবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পাকস্থলী ক্যানসারে ভুগছিলেন তিনি। উন্নমানের চিকিৎসাও চলছিল তার। তবে শেষ রক্ষা হলো না এ অভিনেতার। বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হয় বলে জানা যাচ্ছে। শুক্রবার সকালে মুম্বাইয়ের বাড়িতেই মৃত্যু হয়েছে তার। 

প্রথম ‘মহব্বত জিন্দেগি হ্যায়’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন নইম। সালটা ছিল ১৯৬৬। এর পর ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী ও ইন্দ্রানী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ সিনেমায় শিশু অভিনেতা হিসেবে কাজ করেন নইম। সেটাই ছিল তার অভিনয় জীবনের শুরু।

শুরু থেকেই কৌতুক অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন নইম সৈয়দ। তবে অভিনয় দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর নিজের এই নাম বদলে ফেলেছিলেন তিনি। পছন্দমতো নামকরণ করেন নিজেই। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ।

পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন নইম সৈয়দ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম