Logo
Logo
×

বিনোদন

কাজ নেই সংগীতশিল্পী ন্যান্সির!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫২ এএম

কাজ নেই সংগীতশিল্পী ন্যান্সির!

দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। অডিওর পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। কিন্তু কর্মজীবনের এ পর্যায়ে এসে একেবারেই বেকার এ সংগীতশিল্পী! হাতে নেই কোনো নতুন কাজ। নেই কোনো স্টেজ শো। সম্প্রতি যুগান্তরকে এমন তথ্যই জানান তিনি।

ন্যান্সি বলেন, ‘এ মুহূর্তে কোনো কাজ নেই। নতুন কিছুই করছি না। কোনো স্টেজ শোর পরিকল্পনাও নেই।’ যদিও এ বেকারত্ব ইচ্ছা করেই, নাকি কারও চাপিয়ে দেওয়া বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এ সংগীতশিল্পী।

এদিকে বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল, সংগীতশিল্পী হাবিবের সঙ্গে নতুন একটি গান রেকর্ড করেছেন ন্যান্সি। শিগ্গির আসবে পুরোনো জুটির নতুন এ গান। গানটির আপডেট জানতে চাইলেও কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ন্যান্সি।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম