Logo
Logo
×

বিনোদন

এখনো জাস্টিন-সেলেনার প্রেম ভুলতে পারেননি ভক্তরা

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম

এখনো জাস্টিন-সেলেনার প্রেম ভুলতে পারেননি ভক্তরা

মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবারের সঙ্গে গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের সম্পর্ক ছিল বেশ কিছুদিন। ব্যক্তিগতভাবে তাদের ক্যারিয়ার আকাশচুম্বী সফলতা পেলেও ব্যর্থ হয়েছে তাদের প্রেম। 

২০১৮ সালের মে মাসে ভেঙে যায় দীর্ঘদিনের সম্পর্ক। সে বছরই বিবার বিয়ে করেন হেইলি বাল্ডউইনকে। তবে সে সম্পর্ক এখনও মেনে নেয়নি জাস্টিন-সেলেনা ভক্তরা। তাই তো এখনো নেটদুনিয়ায় ভেসে বেড়ায় তাদের সম্পর্কের নানা মুহূর্ত। 

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা গেছে, হকি খেলায় জাস্টিন বিবারকে সমর্থন দেওয়ার জন্য স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সেলেনা। খেলা শেষ সেলেনাকে ড্রেসিং রুমে নিয়ে যায় বিবার। পরে উপহার হিসেবে তার জার্সিও পরিয়ে দেন। ভিডিওতে তাদের কিছু সংলাপও নজর কেড়েছে। 

নেটিজেনদের মতে, ভুল সময়ে সত্যিকারের প্রেমের পড়েছিলেন এ দুই তারকা। শুধু তাই নয়, এ জুটির ‘এক না হওয়া’য় হৃদয় ভেঙেছে অনেক ভক্তের। 

এদিকে, ইন্টারনেটের ভেসে বেড়ানো এ প্রাক্তন জুটির ভিডিওগুলিতে প্রায়শই রোষের মুখে পড়তে দেখা যায় বিবারের বর্তমান স্ত্রী হেইলিকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম