Logo
Logo
×

বিনোদন

গাজীপুরে আগুন দেওয়া কারখানাটি আমার নয়: অনন্ত জলিল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৫৪ পিএম

গাজীপুরে আগুন দেওয়া কারখানাটি আমার নয়: অনন্ত জলিল

গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া এবিএম ফ্যাশন লিমিটেড কারখানাটি নিজের নয় বলে দাবি করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

অনন্ত জলিল বলেন, বন্ধুরা- আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিন সন্ধ্যায় ‘গাজীপুরে বিক্ষোভে অনন্ত জলিলের কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা’ শিরোনামে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি সামনে আসতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেতা। 

আগুন দেওয়া কারখানাটি তার নয় বলে দাবি করে ফেসবুক পোস্টে অনন্ত জলিল বলেন, গাজীপুরের কোনাবাড়িতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অব কোম্পানি- একটি এজেআই গ্রুপ এবং আরেকটি এবি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।

সেই সঙ্গে বিদেশি ক্রেতাদের কাছে নিজ কোম্পানির ভাবমূর্তি নষ্ট না করতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান অনন্ত জলিল। তিনি বলেন, এজেআই ও এবি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে। বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তির নষ্ট করার মতো সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। 

এই চিত্রনায়ক আরও বলেন, এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম