প্রধানমন্ত্রী আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন: ফারিণ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১২:০৭ পিএম
![প্রধানমন্ত্রী আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন: ফারিণ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/26/image-733105-1698300468.jpg)
ফাইল ছবি
অভিনেত্রী তাসনিয়া ফারিণের এবারের বিদেশ ভ্রমণটা যেন একেবারে অন্যরকম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানে যাত্রী হয়েছিলেন তিনি।
মঙ্গলবার ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আর একই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফারিণও। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে আপ্লুত ফারিণ লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’
আরও পড়ুন: যে ছবি দেখে স্মৃতিকাতর শবনম ফারিয়া
এ ছাড়া বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।
তিনি লেখেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।’