Logo
Logo
×

বিনোদন

জন্মদিন পালন না করার কারণ জানালেন তাহসান 

Icon

নূসরাত অনন্যা 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১০:২৭ এএম

জন্মদিন পালন না করার কারণ জানালেন তাহসান 

তাহসান খান।

একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তাহসান খান। তবে গানের পাশাপাশি অভিনয়, মডেলিং এবং উপস্থাপনায়ও দেখা গেছে তাকে। আজ তার জন্মদিন। এ বিশেষ দিনের পরিকল্পনা, বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* জন্মদিন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে?

** তেমন কোনো পরিকল্পনা নেই। আসলে একটা বয়সের পর জন্মদিন পালন করা হয় না। আর বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার পর থেকে আমি এদিনে কিছুই করি না। হ্যাঁ, আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা আমাকে শুভেচ্ছা জানালে কিংবা উপহার দিলে সেটা ফিরিয়ে দেই না। কারণ তারাও তাদের ভালোবাসার জায়গা থেকেই করছে। তাদের বঞ্চিত করার কোনো মানেই হয় না। আর এ দিনটি মূলত আমার নয়, আমার মায়ের। তাই ভেবেছি এবার থেকে মায়ের জন্য বিশেষ কিছু করব।

আরও পড়ুন: ‘জীবনে আজাইরাদের যত ঝেড়ে ফেলা যায় ততই ভালো’

* বয়সের হিসাবে চুয়াল্লিশে পা রেখেছেন। এ সময়ে এসে কখনো পাওয়া না পাওয়ার হিসাব করেছেন?

** এ চার দশকের জীবনের প্রথম দুই দশক তো পৃথিবী থেকে শুধু নিয়েছি। তাই পরের দুই দশক পৃথিবীকে, মানুষকে কিছুটা দেওয়ার আশা করেছি। এখনো করে যাচ্ছি। তবে যদি হিসাব করতে যাই, তবে অনেক বেশি পেয়েছি। কারণ আমি একজন শিল্পী। গান গাই, সুর করি, গান লিখি। কিন্তু এতে না দারিদ্র্য বিমোচন হচ্ছে, না যুদ্ধ থামছে। তবুও এ গান গেয়ে কিংবা শিল্পী হিসাবে যে ভালোবাসা আর সম্মান পেয়েছি তা অমূল্য। আমি কখনোই হয়তো এ প্রাপ্তির বিপরীতে কিছু দিতে পারব না।

* দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনার সম্মুখীন হয়েছেন নিশ্চয়ই। কীভাবে নিয়েছেন সেটি?

** আমি মূলত ইতিবাচক চিন্তার মাধ্যমেই সবসময় সবকিছু করার বা বোঝার চেষ্টা করেছি। আমার প্রথম একক গানের অ্যালবাম প্রকাশ পায় ২০০৪ সালে। গানের চর্চা করি তারও আগে থেকে। পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলাম।

সমালোচনা এসেছে, আসবে এটাই স্বাভাবিক। এ ছাড়াও আরও অনেক আলাদা আলাদা বিষয় আছে, পরিস্থিতি আছে। তবে আমাকে কেউ কষ্ট দিলে বা কটু কথা বললে বিপরীতে আমি তাকে কষ্ট দেই না। আমি বোঝার আর জানার চেষ্টা করি যে তার এ কাজটির পেছনে কী সংগ্রাম বা কি সমস্যা লুকিয়ে আছে। আর এটাই আমাকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে সাহায্য করেছে।

* বর্তমানে কী নিয়ে ব্যস্ত?

** এখন আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। নতুন করে মিউজিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার জন্যই দেশটিতে আসা। কারণ আমি যা পারতাম বা যা জানা ছিল তা দিয়ে এতদিন সংগীত করেছি। তবে সামনে কাজ করার জন্য, নতুন কিছু করার জন্য অবশ্যই আমাকে নতুন কিছু শিখতে হবে। তাই-ই করছি। পাশাপাশি আমার প্রথম ইংরেজি আলবামের কাজও করছি। তবে সেটা শেষ হতে আরও পাঁচ-ছয় মাস লাগবে। এ ছাড়া স্টেজ শো, ব্যান্ড এনডোসমেন্টও চলছে পাশাপাশি।

* এখন তো সবাই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলকেন্দ্রিক গান তৈরি করছে। আপনার মনোযোগও কি সেদিকেই?

** বিবর্তন জীবনের একটা অংশ। এটাকে মেনে নিতেই হবে। কোনো কিছু সারা জীবন একরকম থাকে না। তবে আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় পুরোনোকে ভালো আর নতুনকে খারাপ বলি। কিন্তু বিষয়টা এমন নয়। সব কিছুরই একটা ভালো দিক আছে। আমাদের সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত। আমিও বর্তমান দর্শক চাহিদার সঙ্গে আমার সিগনেচার স্টাইল মিলিয়েই গান করার চেষ্টা করি।

* অভিনয়ে আবার দেখা যাবে কবে?

** আপাতত অভিনয় থেকে কিছুটা বিরতিতে আছি। কারণ আমার নতুন গানের অ্যালবাম। এখন সেটাতেই পুরো মনোযোগ দিতে চাই। এটা শেষ হলে তবেই নতুন কোনো কাজ বা অভিনয় নিয়ে ভাবব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম