Logo
Logo
×

বিনোদন

অবশেষে আমি জয়ী হয়েছি: গায়িকা সিঁথি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১১:৪৬ এএম

অবশেষে আমি জয়ী হয়েছি: গায়িকা সিঁথি

বেশ কিছুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। দেশে–বিদেশে তার চিকিৎসা চলছে। এবার আনন্দের খবর দিলেন সিঁথি সাহা। প্রথমবার সন্তানের মা হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হসপিটালে তার কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। 

গত ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কন্যার নাম রেখেছেন সামারা জয়ী। মেয়ে ও তিনি দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সিঁথি।

সিঁথি সাহা বলেন, ৪ অক্টোবর আমরা হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। টানা ১৪ দিন হাসপাতালে ছিলাম। কারণ আমার মেয়ে নির্দিষ্ট সময়ের ১ মাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয়— আমরা দুজনেই এখন সুস্থ আছি। এ আনন্দের মাঝে একটি খারাপ খবর হলো— ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত আমি।
মা হতে যাওয়ার খবরটি যেমন আড়ালে রেখেছিলেন, তেমনি বিষাদের এ খবরও সবার অলক্ষ্যে রেখেছিলেন এ গায়িকা।

অসুস্থ শরীরে গর্ভধারণের বিষয়ে সিঁথি সাহা বলেন, গত বছর আমার জীবন ওলটপালট হয়ে যায়, যখন জানতে পারি— আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছিল। কিন্তু বারবার মনে হতো, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব এই সুন্দর পৃথিবীতে রেখে যেতে চাই। মূলত তার পরই কনসিভ করার সিদ্ধান্ত নিই। 

আরও পড়ুন: জ্যাকুলিনকে কটাক্ষ, জেল থেকেই আইনি নোটিশ সুকেশের

তিনি আরও বলেন, আমার শরীর ভালো ছিল না, কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলাম। ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে পারব কিনা, সে বিষয়ে সন্দিহান ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আর কিছুই চাওয়ার নেই, হারাবারও নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম