Logo
Logo
×

বিনোদন

কটাক্ষের মুখে পরিণীতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১১:১৩ পিএম

কটাক্ষের মুখে পরিণীতি

গোলাপি সিমারি শাড়ি পরেছিলেন পরিণীতি। গলায় চোকার, সিঁথিতে সিঁদুর, হাতে গোলাপি চুড়ি। স্ত্রীকে বাহুডোরে নিয়ে দাঁড়িয়ে আছেন রাঘব। অভিনেত্রীর এই ছবি দেখে কটাক্ষ করেন নেটিজেনরা। অভিনেত্রীর হালকা সাজপোশাক ভালোভাবে নেননি তারা। খবর আনন্দবাজার।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জাঁকজমকপূর্ণ বিয়ে হয় গত রোববার।  এর একদিন পর তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসে। তাদের ‘রিসেপশন পার্টি’র ছবি দেখে নেটিজেনদের কেউ কেউ পরিণীতির উদ্দেশে লিখেছেন, ‘কে বলবে ইনি নতুন কনে’। কেউ লিখেছেন, ‘এত সাদামাটা সাজ মনেই হচ্ছে না নতুন বিয়ে হয়েছে।’

অভিনেত্রীর পক্ষও নিয়েছেন অনেকে। পরিণীতির হয়ে ট্রলের জবাব দিয়েছেন তারা-দুপুরে বিয়ে, রাতে রিসেপশন—এত তাড়াহুড়োর মধ্যে হয়তো খুব বেশি সাজগোজের সময় পাননি অভিনেত্রী। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম