রাখির সংসার বাঁচাতে যে পরামর্শ দিলেন সানার স্বামী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ এএম
২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিয়ে হয় ‘বিগ বস্ ৬’-এর প্রতিযোগী সানা খানের। তার স্বামী ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরই এ নায়িকার ব্যক্তিজীবনে অনেক পরিবর্তন আনেন। শুধু তাই নয়, ধর্মের টানে রুপালি পর্দা ছেড়ে সংসারি হয়েছিলেন অভিনেত্রী সানা খান।
আরও পড়ুন ক্রিকেটারকে বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে!
ঝলমলে পোশাক ছেড়ে পরেন হিজাব। বিয়ের তিন বছরের মাথায় গত জুলাইয়ে তাদের ঘরে আসে পুত্রসন্তান। মা-বাবা হওয়ার তিন মাসের মাথায় বিদেশ থেকে ঘুরে এসেছেন এ দম্পতি। বিয়ের বছর তিনেক পরও অটুট তাদের দাম্পত্য।
অন্যদিকে বিয়ের বছর না ঘুরতেই ভাঙন ধরেছে আরেক টালি তারকা রাখি সাওয়ান্তের সংসারে।
আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। এবার রাখির সংসার বাঁচাতে উদ্যোগী হয়েছেন সানার স্বামী আনাস।
সম্প্রতি সাংবাদিকদের সামনে রাখি-আদিলের দাম্পত্যকলহ নিয়ে প্রশ্নের মুখে পড়েন সানা ও আনাস। সানা হাসিমুখে সেই প্রশ্ন এড়িয়ে গেলেও তার স্বামী তা করেননি।
সবাইকে অবাক করে রাখিকে নিজের ‘বোন’ বলে উল্লেখ করে আনাস বলেন, ‘আদিল আমার ভাইয়ের মতো, রাখি আমার বোন। আমি চাই তারা সমস্যার সমাধানের সূত্র খুঁজে একসঙ্গে, সুখে-শান্তিতে সংসার করুন।’ আনাসের এমন উদার মনোভাব দেখে অবাক হয়েছেন অনেকেই।
অন্যদিকে এ বছরের শুরু থেকে ক্রমাগত শিরোনামে ছিলেন রাখি। আদিলের সঙ্গে বিয়ে, তার পর বিবাহবিচ্ছেদ। সম্পর্কের টানাপোড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে ছিল তাদের দাম্পত্যকলহ।
রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। এতেও ক্ষান্ত হননি তিনি। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিও মোটা টাকায় বিক্রি করার অভিযোগ এনেছেন ‘বিগ বস্’খ্যাত টালি তারকা।
অভিযোগের পাহাড় খাড়া করার পর শান্তির খোঁজে ওমরাহ করতে মক্কায় গিয়েছিলেন রাখি। সেখান থেকে ফিরে নিজের নামও বদলে ফেলার ঘোষণা দেন।