Logo
Logo
×

বিনোদন

এবার কাকে বিয়ে করছেন স্বাগতা 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

এবার কাকে বিয়ে করছেন স্বাগতা 

ফাইল ছবি

প্রায় সাত বছরের প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। 

ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এর পর থেকে সিঙ্গেল জীবনই উপভোগ করছেন স্বাগতা। 

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে ফের বিয়ে করবেন তিনি। যদিও হবু বরের সম্পর্কে কিছু জানাননি এ তারকা। 
তবে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে একাধিক গানে অংশ নেওয়া হাসান আজাদকেই বিয়ে করবেন তিনি। 

আরও পড়ুন ডিভোর্স ইস্যুতে পরীমনিকে যে পরামর্শ দিলেন জায়েদ

এর আগে বিচ্ছেদের এক বছরের মাথায় ২০২২ সালে প্রথম গণমাধ্যমে মুখ খুলেন স্বাগতা। সেই সময় তিনি বলেন, ‘আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা, এ প্রশ্নে স্বাগতা বলেন, ‘কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। 

তবে এখনো তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।’ 

এদিকে গত জুন মাসে মুক্তি পেয়েছে স্বাগতার নতুন গান ‘সে সামথিং’।  গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। 

উল্লেখ্য, ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ড দল গঠন করেছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম