Logo
Logo
×

বিনোদন

২৬৩ কোটি আর্থিক কেলেঙ্কারি, ইডির জালে অভিনেত্রী কৃতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

২৬৩ কোটি আর্থিক কেলেঙ্কারি, ইডির জালে অভিনেত্রী কৃতি

২৬৩ কোটি টাকার আর্থিক তছরুপে ইডির নজরে এবার বিগ বস; এমটিভি রোডিজ খ্যাত প্রতিযোগী কৃতি বর্মা। টিডিএস কেলেঙ্কারিতে সম্প্রতি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই চার্জশিটেই নাম রয়েছে কৃতির। 

ইডির দেওয়া চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। নাম রয়েছে অভিনেত্রী কৃতি বর্মা ও তার প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেট্টিসহ বেশ কয়েকজনের।

প্রসঙ্গত, অভিনেত্রী কৃতি বর্মা ছিলেন সাবেক আয়কর কর্মকর্তা। তিনি কেন্দ্রীয় সরকারের সাবেক জিএসটির ইন্সপেক্টরের পদে ছিলেন। পরে ২০১৮ সালে রোডিজ এক্সট্রিমের মাধ্যমে লাইমলাইটে আসেন এবং জিএসটি-কর্মকর্তার পদ থেকে ইস্তফা দেন। পরবর্তী সময়ে বিগ বসেও দেখা গিয়েছিল কৃতিকে। 

জানা যাচ্ছে, ২৬৩ কোটি টাকার এই টিডিএস কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হলেন আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। যিনি তার মেয়াদকালে আরএসএ টোকেন এবং উচ্চ-পদস্থ কর্তৃপক্ষের লগইন প্রশংসাপত্রগুলোতে অননুমোদিত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন, যা বেআইনি। এই টাকা প্রাপকদের মধ্যে অন্যতম নাম হলো ভূষণ পাটিল। যিনি কিনা এই তছরুপের টাকা ব্যবহার করে গুরগাঁওয়ে ১.০২ কোটি টাকা মূল্যের সম্পত্তি কিনেছিলেন বলে অভিযোগ। পরে সেই সম্পত্তি তিনি ১.১৮ কোটি টাকায় বিক্রি করেন। 

এছাড়া এই আর্থিক তছরুপের টাকা গিয়েছিল অভিনেত্রী কৃতি বর্মার অ্যাকাউন্টেও। এ আর্থিক তছরুপের টাকা ব্যবহার করে অপরাধীরা লোনাভালা, খান্ডালা, কারজাত, পুনে, উডুপি, পানভেলসহ একাধিক জায়গায় বিলাসবহু ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ। পুরো বিষয়টি আপাতত তদন্তাধীন রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম