Logo
Logo
×

বিনোদন

জাহ্নবীর হিরার আংটি কি বাগদানের ইঙ্গিত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম

জাহ্নবীর হিরার আংটি কি বাগদানের ইঙ্গিত?

শিখর পাহাড়িয়ার পাশে মন্দিরে পূজা দিয়ে প্রার্থনা করছেন জাহ্নবী। জাহ্নবী পরেছেন বেগুনি রঙের শিফন শাড়ি আর শিখর সাদা ধুতি।  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।  

ভিডিও দেখে নেটিজেনরা অনুমান করছেন, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তার প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন।  সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে।

জাহ্নবীর হাতের হিরার আংটি দেখে সন্দেহ আরও বেড়েছে।  পুরো বিষয়টি নিয়ে শ্রীদেবী কন্যা জাহ্নবী একদম চুপ রয়েছেন।

সম্প্রতি শিখরের সঙ্গে তিরুপতিতে জাহ্নবীকে দেখার পর থেকেই এ বাগদানের কথা নিয়ে তোলপাড় নেটদুনিয়া। 

এদিকে অনেক প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে ঠিক করা হয়েছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তির তারিখ।

সম্প্রতি প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়।  এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছরের ১৫ মার্চ।

ক্যাপশনে লেখা হয়, ‘একটা স্বপ্ন, যাকে দুই হৃদয় ধারণ করে! শরন শর্মা পরিচালিত, রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ আসছে ১৫ মার্চ ২০২৪ সালে- আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।’

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মূলত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি। ‘রুহি’ সিনেমার পর এই সিনেমাতে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন জাহ্নবী ও রাজকুমার। 

চলতি বছরের মে মাসে এ সিনেমার শুটিং শেষ করেন জাহ্নবী। শুটিং শেষে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট লেখেন জাহ্নবী, গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে।

তিনি লেখেন, আমার প্রথম ব্যাট ধরার ২ বছর। আর এখন আমরা অবশেষে শুটিং প্যাকআপ করলাম মিস্টার অ্যান্ড মিসেস মাহির। আমি ভেবেছিলাম আজ খানিক হালকা ও আশ্বস্ত হয়ে ঘুম থেকে উঠব কারণ এ সিনেমাতে যতটা ভেবেছিলাম পারব তার থেকে অনেক বেশি দিয়ে ফেলেছি। কিন্তু সত্যি বলতে কেমন যেন খালি খালি লাগছে। যেন একটা খালি ক্যানভাস। মনে হচ্ছে আমরা যুদ্ধে গিয়েছিলাম এবং এখন ফিরে এসেছি আর সেখানে আমি অনেক হিরো দেখেছি।

তিনি প্রশংসা করেন সিনেমার টিমের। যেখানে রাজকুমার রাও এবং পরিচালক শরন শর্মার কথাও বলেন অভিনেত্রী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম