Logo
Logo
×

বিনোদন

যে সিনেমায় নিজের জীবনের মিল খুঁজে পেলেন ফারিণ

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৪ পিএম

যে সিনেমায় নিজের জীবনের মিল খুঁজে পেলেন ফারিণ

মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া ১২টি সিনেমার একটি হচ্ছে— ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এর একটি নির্মাণ করছেন শিহাব শাহীন। অস্ট্রেলিয়ায় এটির শুটিং করতেই বিয়ের পর হানিমুন সংক্ষিপ্ত করে উড়াল দেন ফারিণ। এতে ফারিণের বিপরীতে থাকবেন সংগীতশিল্পী প্রিতম আহমেদ। 

‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় লং ডিসটেন্স সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এ রকম সম্পর্কের গল্প নিয়েই চরকি অরিজিনাল সিনেমাটি। যেটির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাচ্ছেন ফারিণ। কেননা ফারিণের স্বামী শেখ রেজওয়ান রাফিদ আহমেদ পড়াশোনার জন্য থাকতেন যুক্তরাজ্যে। অন্যদিকে অভিনয় নিয়ে ঢাকায় ব্যস্ত থাকতেন এ অভিনেত্রী।

ফারিণ বলেন, এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার আর আমার স্বামীর লং ডিসটেন্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো লেগেছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্ক নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। তবে ফারহানের সঙ্গে দেখা হওয়ার পর দারুণ কিছু হয়।

প্রসঙ্গত, আট বছর প্রেমের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ হয় তাদের। ফারিণের স্বামী দেশের বাইরে একটি কোম্পানিতে কর্মরত আছেন। 

আরও পড়ুন: সুশান্তের সেই ফ্ল্যাট কিনলেন আদাহ শর্মা

২০১৭ সালে ‘আমরা আবার ফিরব’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে টালিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছে ফারিণের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম