![১৬ বছর পর সিনেমায় ফিরছেন সীমানা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/08/13/image-706526-1691894937.jpg)
তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় প্রথম এবং সর্বশেষ অভিনয় করেছিলেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। এরপর কেটে গেছে ১৬ বছর। এই দীর্ঘ সময়ে অবশ্য নিয়মিত নাটকে অভিনয় করেছেন তিনি, কিন্তু সিনেমায় দেখা যায়নি। এবার সেই খরা কাটছে।
আবারও নতুন সিনেমায় অভিনয় করছেন সীমানা। নাম ‘রোশনী’। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার। এরই মধ্যে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এ অভিনেত্রী। এ সিনেমায় তিনি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন।
দীর্ঘদিন পর সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘লাক্স চ্যানেল আই প্রতিযোগিতা থেকে বেরিয়ে প্রথম ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করি। তৌকীর আহমেদ নামটিই তখন একটা স্বপ্নের মতো ছিল। তার নির্দেশনায় কাজ করার বিষয়টি যেন বিশ্বাসই হচ্ছিল না। খুব সুন্দর সময় কেটেছিল আমাদের। দীর্ঘ ষোলো বছর পর আবারও সিনেমায় কাজ করতে এসে প্রথম সিনেমার দিনগুলোর কথাই বারবার মনে পড়ে যাচ্ছিল। আমি আমার চরিত্রটি যথেষ্ট আন্তরিকতা নিয়েই করার চেষ্টা করছি। পরিচালকসহ পুরো ইউনিটই আমাকে দারুণ সহযোগিতা করছে। আশা করছি সিনেমাটি ভালোভাবে নির্মিত হবে।’
উল্লেখ্য, সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। বর্তমানে এটিএন বাংলায় তার অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা’ নামে একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এছাড়া শিগ্গির তিনি আরও কিছু নাটকের কাজ করবেন বলে জানিয়েছেন