Logo
Logo
×

বিনোদন

নিলামে টাইটানিকের কেট উইন্সলেটের ওভারকোট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৯:০৪ পিএম

নিলামে টাইটানিকের কেট উইন্সলেটের ওভারকোট

ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম যাত্রায়-ই ১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। মারা যায় অনেক মানুষ। এ ঘটনাকে ঘিরেই নির্মিত হয়েছে ছবি টাইটানিক। 

বিশ্বখ্যাত ছবি টাইটানিকের নায়িকা কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট এবার নিলামে তোলা হয়েছে। এটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান। 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, এটির দাম একশো হাজার ডলার অতিক্রম করবে। 

তিনি জানিয়েছেন, ইতোমধ্যে শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। 

অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিলাম কার্যক্রম। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি দাম দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি। 

১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক ছবিতে জাহাজটি ডোবার সময় এ কোটটি পরেছিলেন নায়িকা উইন্সলেট। কোটটিতে গোলাপি রঙয়ের উলের ওপর কালো কারুকার্য করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম